বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এই ক্লাবের অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০–আর–২-এর গভর্নর লায়ন আসেফ বারি টুটুল।
তিনি বলেন, “নিউইয়র্ক নিউ হরাইজন ক্লাব কোনো জাতিগত বা বিভাজনমূলক সংগঠন নয়। এটি মানবতার সেবায় নিবেদিত একটি নতুন উদ্যোগ, যা প্রবাসী বাংলাদেশি ও বৃহত্তর সমাজের কল্যাণে কাজ করবে।”
প্রতিষ্ঠাতা সদস্যদের মতে, ক্লাবটি মানবসেবা, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা ও প্রবাসে ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।
তাদের বিশ্বাস, এই উদ্যোগ বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও অবদানকে আরও সমুন্নত করবে।
নতুন ক্লাবের ঘোষণাপত্রে বলা হয়েছে—শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিবারণ ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সেবামূলক নেটওয়ার্কের মাধ্যমে মানবিক সহায়তার ক্ষেত্র আরও বিস্তৃত করা হবে।
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক নিউ হরাইজন ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি তারেক হাসান খান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন (আহমেদ সোহেল)।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম আহমেদ, মোহাম্মদ জামিল হোসেন, মোহাম্মদ হুদা ও সরওয়ার চৌধুরী সিপিএ।
কোষাধ্যক্ষ মুস্তাক চৌধুরী, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক ইশতিয়াক রুমি।
যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা সুইটি (আডমিন) ও সাজ্জাদ রহমান খান (প্রজেক্ট)।
নারী বিষয়ক সম্পাদক ফারহানা খান, টেইল টুইস্টার মহব্বত আখন্দ,
ক্লাব সার্ভিস চেয়ারপারসন শাহরিয়ার রহমান বিপ্লব,
পরিচালক হিসেবে রয়েছেন গিয়াস আহমেদ, এম এম শাহীন, মোঃ খালেক ও মোহাম্মদ আমির হোসেন কামাল।
কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন—আব্দুল এ মিয়া (পাখি), শাহজাহান চৌধুরী, গোলাম হোসেন, মোসলেহ উদ্দিন, অপু পাশা ও তাওহীদ মাহবুব মুন্না।
উল্লেখ্য, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে প্রায় ১৫ হাজার ক্লাব ও ১৪ লক্ষাধিক সদস্য নিয়ে মানবতার সেবায় কাজ করছে।
“উই সার্ভ”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিবারণ, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |