নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র:
আলহামদুলিল্লাহ্, যুক্তরাষ্ট্রভিত্তিক সুপরিচিত হজ ও ওমরাহ সেবা প্রতিষ্ঠান ZamZam Travel US আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের নতুন আন্তর্জাতিক অংশীদারিত্ব সৌদি আরবের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান Rawaf Mina for Pilgrims Services-এর সঙ্গে।
সৌদি আরবের Ministry of Haj & Umrah কর্তৃক অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি হজ ও ওমরাহ সেবায় বিশ্বব্যাপী মুসলিমদের আস্থা অর্জন করেছে। ZamZam Travel US-এর সঙ্গে তাদের এই সহযোগিতা যুক্তরাষ্ট্রসহ অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, ইতালি ও কানাডার হাজীদের জন্য হজ ২০২৬ (হিজরি ১৪৪৭) মৌসুমে উন্নতমানের সেবা নিশ্চিত করবে।
ZamZam Travel US-এর মুখপাত্র জানান, “আমরা গর্বিত যে Rawaf Mina-এর মতো একটি অভিজ্ঞ ও অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে কাজ করতে পারছি। আমাদের লক্ষ্য হলো হাজীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও প্রশান্তিময় হজ যাত্রা নিশ্চিত করা।”
অংশীদারিত্বের অংশ হিসেবে হাজীরা এখন থেকে ZamZam Travel US-এর মাধ্যমে রাওয়াফ মিনার মানসম্পন্ন প্যাকেজ সুবিধা পাবেন—যার মধ্যে রয়েছে পরিবহন, হোটেল, মিনায় তাঁবু সেবা, জিয়ারাত ট্যুর এবং ২৪ ঘণ্টা সহায়তা।
📞 যোগাযোগ: +1 (718) 395-9697
📧 ইমেইল: zamzamtravelus@yahoo.com
🌐 ওয়েবসাইট: www.zamzamtravelus.com
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |