| বঙ্গাব্দ
ad728
ad728

ডা. বাবর আলী এভারেস্টে মৃতদেহ দেখে ভয় পেয়েছিলেন

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 29-05-2024 ইং
  • 81262 বার পঠিত
ডা. বাবর আলী এভারেস্টে মৃতদেহ দেখে ভয় পেয়েছিলেন
ছবির ক্যাপশন: ডা. বাবর আলী এভারেস্টে মৃতদেহ দেখে ভয়

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওঠার আগে বেশ কয়েকটি মরদেহ দেখেছিলেন পঞ্চম এভারেস্টজয়ী বাংলাদেশি ডা. বাবর আলী। যেদিন তিনি এভারেস্ট জয় করেছেন, সেদিনও মৃত্যুবরণ করেছেন দুইজন। তিনি জানিয়েছেন, এসব ঘটনায় শুরুতে বিচলিত না হলেও পর্বতশৃঙ্গের কাছাকাছি গিয়ে বেশ ভয় ধরেছিল তার মনে।

অবশ্য পেশায় চিকিৎসক বাবর আলী সব সামলে নিয়ে পরপর জয় করেছেন এভারেস্ট ও লোৎসে। আজ বুধবার (২৯ মে) সকালে চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবর। তিনি জানান, সুস্থ শরীরে দেশে ফিরে আসাটা তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।

সংবাদ সম্মেলনে ডা. বাবর আলী বলেন, ‘এভারেস্টে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় আবহাওয়া। প্রকৃতির ওপর কারো হাত নেই। এই প্রকৃতিকে মানিয়ে নিয়ে তারপর চূড়া আরোহণ করাটা কঠিন একটা চ্যালেঞ্জ। আর আরোহণ করার চেয়ে কঠিন সুস্থ শরীর নিয়ে নেমে আসা। আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে সুস্থ শরীরে দেশে ফিরে আসাটা।’

তিনি জানান, বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের চূড়ায় বাবর আলী ছিলেন এক ঘণ্টা ১০ মিনিট। ওই সময়টা তিনি নিজ দেশের পতাকাকে বুকে জড়িয়ে প্রকৃতির মুগ্ধতায় কাটিয়েছেন। সবচেয়ে ভয়ের বিষয় ছিল এভারেস্টে পড়ে থাকা মৃতদেহ।

বাবার আলী বলেন, ‘এভারেস্টের বরফের নিচে অনেক মরদেহ দেখেছি। প্রথমে মরদেহ দেখে ভয় লাগেনি। কিন্তু এভারেস্ট জয়ের আগ মুর্হুতে লাশ পড়ে থাকতে দেখে ভয় ধরেছিল মনে। তবে নিজেকে সামলে নিয়েছি। যেদিন এভারেস্টের চূড়ায় উঠেছি সেদিনও দু’জন মারা গেছেন। এভারেস্ট জয়ের পর নেমে আসার সময় আহত এক পর্বতারোহীর জন্য মানবজটে আটকে ছিলাম দেড় ঘণ্টা।’

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাবর। হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট গ্রামের বাড়িতে পৌঁছান সাড়ে ১১টার দিকে। বিমানবন্দর থেকে শুরু করে নিজ গ্রামের বাড়ি পর্যন্ত বাবর আলীকে স্বাগত জানাতে অপেক্ষমান ছিলেন অনেক মানুষ। বাড়িতে ফিরেই প্রথমে মাকে জড়িয়ে ধরেন বাবর। বলেছিলেন, ‘আমি গর্বিত’।

সংবাদ সম্মেলনে চিকিৎসক বাবর আলী বলেন, ‘আজ ২৯ মে এভারেস্ট ডে। ১৯২৪ সালে জর্জ মেলোরি মহাকাব্যিক অভিযান ছিলেন। একশ বছর পর আমি এভারেস্ট আরোহন করতে পেরেছি।’

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ