| বঙ্গাব্দ
ad728
ad728

বাথরুমে টুথব্রাশ রাখছেন, যে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 05-05-2024 ইং
  • 85133 বার পঠিত
বাথরুমে টুথব্রাশ রাখছেন, যে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের
ছবির ক্যাপশন: বাথরুমে টুথব্রাশ রাখছেন, যে ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের

অনেককেই দেখা যায় দাঁত মাজার পর টুথব্রাশ বাথরুমের বেসিনের ওপরে রেখে দেন। এমন করলে আপনার স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনটাই বলছেন চিকিৎসকেরা।   

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাথরুমের পরিবেশ থাকে স্যাতস্যাতে ও উষ্ম। সেখানে টুথব্রাশ রাখা হয় মূলত সহজে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু এর মেঝেতে থাকে ব্যাকটেরিয়া ও বিভিন্ন জীবাণু। 

এর কারণে সেখানকার পরিবেশে এসব জীবাণু দ্রুত জন্ম নিতে পারে। এ ছাড়া এ পরিবেশে এরা টিকে থাকতে কোনো সমস্যার সম্মুখীন হয় না।

আর এসব জীবাণু বাথরুমের বাতাসে ছড়িয়ে যেতে পারে। সেই জীবাণুর কণা পরে গিয়ে ব্রাশে লাগে। সেই ব্রাশ ব্যবহার করলে মুখের বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে পেটের অসুখও। 

এ কারণে বাথরুমে না রেখে টুথব্রাশ রাখতে হবে বাথরুমের বাইরের কোনো জায়গায়। টুথব্রাশ রাখা যেতে পারে শুকনো কোনো দানি কিংবা ড্রয়ারে। তবে এর আগে এ থেকে পানি ছাড়িয়ে নিতে হবে। বেডরুমে টুথব্রাশ না রাখাই ভালো।

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ