| বঙ্গাব্দ
ad728
ad728

চিকিৎসক হত্যা মামলায় ২ আসামি কারাগারে

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 26-06-2024 ইং
  • 76834 বার পঠিত
চিকিৎসক হত্যা মামলায় ২ আসামি কারাগারে
ছবির ক্যাপশন: চিকিৎসক হত্যা মামলায় ২ আসামি কারাগারে

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনিতে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে নিহত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় ২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল  ফিরোজশাহ কলোনির ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর থেকে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন ডা. কোরবান আলী। হামলায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল কোরবান আলী মৃত্যুবরণ করেন।   এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে গত ৬ এপ্রিল আকবর শাহ থানায় আলী রেজা একটি মামলা করেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল। এই মামলায় আসামিরা হলেন- মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, আরিফুল্লাহ রাজু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত।

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ