ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ জন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ২৯ জনই চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৪, দক্ষিণে ১৩, ঢাকা বিভাগে ৮, খুলনা বিভাগে ১৪, বরিশালে ৮ এবং ময়মনসিংহ বিভাগ ও সাভার উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
এতে আরও জানানো হয়, আক্রান্তদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৫ জন নারী। এর মধ্যে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু থেকে সত্তরোর্ধ্ব পর্যন্ত রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ১২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |