| বঙ্গাব্দ
ad728

ডা. বাবর এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 19-05-2024 ইং
  • 34609 বার পঠিত
ডা. বাবর এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন
ছবির ক্যাপশন: ডা. বাবর এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন

১১ বছরের খরা কাটিয়ে পঞ্চম বাংলাদেশি হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করেছেন চিকিৎসক বাবর আলী। আজ রোববার (১৯ মে) নেপালের স্থানীয় সময় সাড়ে আটটায় এভারেস্ট চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছেন সাবেক এই জনস্বাস্থ্য কর্মকর্তা।

এখন বাবর আছেন ক্যাম্প-৪ এ নামার পথে। এরপর তিনি যাবেন এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেওতে।বেসক্যাম্প টিমের বরাতে অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান মেডিভয়েসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এভারেস্টজয়ী ডা. বাবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপর যোগ দেন জনস্বাস্থ্য কর্মকর্তা হিসাবে। পরে সব ছেড়ে-ছুঁড়ে মনোযোগী হন পর্বতারোহণসহ নানা দুঃসাহসিক অভিযানের দিকে।

নেপালের স্নোয়ি হরাইজন নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এই সামিটে বাবরের সাথে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং পর্বতারোহণ গাইড বীর বাহাদুর তামাং। যাতে মূল পৃষ্ঠপোষক হিসেবে আছে ভিজ্যুয়াল নীটওয়্যার লিমিটেড। এ ছাড়া সার্বিক সমন্বয়ে রয়েছে বাবর আলীর নিজের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানে মোট খরচ হচ্ছে ৪৫ লাখ টাকা।

প্রধান সমন্বয়ক ফরহান জামান জানিয়েছেন, গত ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাবর আলী। ৪ এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান পৃথিবীর অন্যতম বিপজ্জনক বিমানবন্দর লুকলাতে। ১০ এপ্রিল বাবর পৌঁছে যান এভারেস্ট বেসক্যাম্পে। কিন্তু কয়েকদিন অপেক্ষার পরও নেপালের দায়িত্বরত দল পথ তৈরি করতে পারেনি। তাই বাবর বিকল্প বেছে নেন। ১৬ এপ্রিল সামিট করেন ২০ হাজার ৭৫ ফুট উচ্চতার লবুচে ইস্ট পর্বতে। এরপর আবারো বেসক্যাম্পে ফিরে আসেন। এ সময়ে পর্বতের নিচ অংশের পথ খুলে গেলে ২৬ এপ্রিল বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে ক্যাম্প-২ পর্যন্ত ঘুরে এসে শেষ করেন উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার পর্ব। এরপর শুরু হয় দীর্ঘ অপেক্ষা।

এমন সময় আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের কাছ থেকে পাওয়া যায় সুখবর। ১৯ হতে ২১ মে চুড়ার পরিবেশ কিছুটা শান্ত থাকবে। এরপরই ১৪ মে মাঝরাতে বেসক্যাম্প থেকে শুরু হয় বাবরের স্বপ্নের পথে যাত্রা। প্রথম দিনেই সরাসরি উঠে আসেন ক্যাম্প-২ এ, যার উচ্চতা ২১ হাজার ৩০০ ফুট। পরিকল্পনা অনুসারে সেখানে দুইরাত কাটিয়ে বাবর ১৭ মে উঠে আসেন ২৪ হাজার ৫০০ ফুট উচ্চতার ক্যাম্প-৩ এবং ১৮ মে আসেন ক্যাম্প-৪। ২৬ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন। এদিন মাঝরাতে আবারো শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মের ভোরের প্রথম কিরণে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট শীর্ষে উড়িয়ে দেয় বাংলাদেশের পতাকা।

অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান বলেন, ‘অভিযান এখনো শেষ নয়! বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সাথে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। আজ ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারো শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা এবং সব অনুকুলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চুড়ায়। উল্লেখ্য যে এই লোৎসেতে ইতোপূর্বে কোন বাংলাদেশি সামিট করেননি এবং কোন বাংলাদেশি একই অভিযানে দু’টি আট হাজারী শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এই বিপদজনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা।’

তিনি বলেন, ‘বাবর আলীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। এটি আমাদের দেশের তরুণদেরকে আরও বড় স্বপ্ন দেখার এবং সেগুলি পূরণ করার জন্য অনুপ্রাণিত করবে। এই অভিযানের পেছনে ছিল অসংখ্য মানুষের অবদান এবং স্বপ্ন। আমরা তাদের সকলকে ধন্যবাদ জানাই।’

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ