| বঙ্গাব্দ
ad728
ad728

প্রতিদিন ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য!

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 03-05-2024 ইং
  • 85322 বার পঠিত
প্রতিদিন ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য!
ছবির ক্যাপশন: প্রতিদিন ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য!

নিজেকে সুন্দর রাখতে কে না চায়? সে পোশাকের দিক থেকে হোক বা ত্বকের সৌন্দর্যের দিক থেকে। সবাই চায় তাকে দেখতে সুন্দর লাগুক। আমরা প্রত্যেকেই বাড়িতে নানান রকম টোটকা ব্যবহার করি যার সাহায্যে আমরা সুন্দর হতে পারি। সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম উপায়ের কথা শোনা যায়। ক্রিম, লোশন, ফেসিয়াল, লেজার থেরাপি– বাজারে এখন নানা রকম ‘সৌন্দর্যবর্ধক’ পণ্য ও থেরাপির সমাহার। তবে খুব সহজ একটি উপায়ে আপনি হতে পাারেন সুন্দর, জেনে নিন কীভাবে।

সৌন্দর্য বাড়ানোর এক অদ্ভুত এবং অতি কার্যকর পদ্ধতি হচ্ছে থাপ্পড় থেরাপি। হ্যাঁ ঠিকই শুনছেন। সৌন্দর্য বাড়ানোর জন্য থাপ্পড় থেরাপির মতো এই অদ্ভুত থেরাপি প্রচলিত রয়েছে দক্ষিণ কোরিয়ায়, যেটি সেখানকার বেশ জনপ্রিয় থেরাপি। দক্ষিণ কোরিয়ার নারীরা শত শত বছর ধরে থাপ্পড় থেরাপি ব্যবহার করে আসছেন।

এই থেরাপি অনুযায়ী, প্রতিদিন নিজেকে ৫০ বার করে গালে আলতো থাপ্পড় মারতে হবে। দাবি করা হয়, এতে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ হয়।

শতাব্দী ধরে দক্ষিণ কোরিয়ার নারীরা এই থেরাপি ব্যবহার করে আসছেন। নিয়মিত থাপ্পড় মারার ফলে তাদের ত্বক নাকি উজ্জ্বল ও টানটান থাকে।

তবে মনে রাখবেন, কেউ নিজেকে খুব জোরে জোরে থাপ্পড় মারবে বিষয়টা এমন নয়। থেরাপি হিসেবে নিজেকে গালে আলতো থাপ্পড় মারতে হবে। এতে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এবং আপনার ত্বক আরও সুন্দর এবং চকচকে হবে।

কোরিয়ান নারীরা ছোট থেকেই এ থেরাপি ব্যবহার করা শুরু করেন। যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে।

সূত্র : জি নিউজ।

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ