| বঙ্গাব্দ
ad728

পটিয়ার ভাইস চেয়ারম্যান হলেন ডা. এমদাদুল হাসান

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 06-06-2024 ইং
  • 32008 বার পঠিত
পটিয়ার ভাইস চেয়ারম্যান হলেন ডা. এমদাদুল হাসান
ছবির ক্যাপশন: পটিয়ার ভাইস চেয়ারম্যান হলেন ডা. এমদাদুল হাসান

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সার্জারি বিশেষজ্ঞ ডা. এমদাদুল হাসান। গতকাল বুধবার (৫ জুন) স্থগিত হওয়া পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের পর ভোটের হিসাব-নিকাশে তিনি এগিয়ে যান। পটিয়া উপজেলার রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেছেন। 

এর আগে গত ২৯ জানুয়ারি উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনের দিন পটিয়া উপজেলার ভোটগ্রহণ হয়। কিন্তু ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ওইদিন পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন নির্বাচন অফিসার। গতকাল সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ২৯ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। বুধবার ওই কেন্দ্রের ভোটগ্রহণ করা হয়।

তিনি জানান, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে বই প্রতীক নিয়ে ডা. এমদাদুল হাসান পেয়েছেন ২৪ হাজার ৪০৮ ভোট। যেখানে স্থগিত কেন্দ্রের ফলাফল যোগ হওয়ার আগে তার প্রাপ্ত ভোট ছিল ২৩ হাজার ৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী উড়োজাহাজ প্রতীকের আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার। গত ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছিলেন ২৩ হাজার ৮৫০ ভোট।

এ ছাড়া পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাজেদা বেগম (কলস প্রতীক)। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭৪২। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম (প্রজাপতি) পেয়েছেন ২৫ হাজার ৫৬৭। এর আগে ২৯ মে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয় দোয়াত-কলম প্রতীকের প্রার্থী দিদারুল আলমকে।

ডা. এমদাদুল হাসান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সার্জারি বিভাগের রেজিস্ট্রার হন।

পরে নিজ উপজেলা পটিয়ায় ফিরে যান তিনি। ২০২১ সালে পটিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা হলে সার্জারি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরো নানা সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত আছেন।

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ