| বঙ্গাব্দ
ad728

করোনায় প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 18-05-2024 ইং
  • 34791 বার পঠিত
করোনায় প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশন: করোনায় প্রাণ গেল একজনের, হাসপাতালে ভর্তি

গত একদিনে রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। এ ছাড়া ১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

আজ শনিবার (১৮ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত কোভিড-১৯ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ মে) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ১১।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের বয়স ৬১ থেকে ৭০ বছর। তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। শনাক্ত অপর ১১ জনও ঢাকার অধিবাসী।

এ নিয়ে ২০২০ সালের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃত্যু হলো। ওই বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭০৭ জন।

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ