| বঙ্গাব্দ
ad728

মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সহজীকরণের নির্দেশ বিএসএমএমইউ ভিসির

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 26-06-2024 ইং
  • 29074 বার পঠিত
মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সহজীকরণের নির্দেশ বিএসএমএমইউ ভিসির
ছবির ক্যাপশন: মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সহজীকরণের নির্দেশ বিএসএমএমইউ ভিসির

বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরীক্ষা সহজীকরণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। আজ বুধবার (২৬ জুন) বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব নির্দেশ দেন তিনি।

এদিন মুক্তিযোদ্ধা বিসিএস অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন। তারা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা বিএসএমএমইউর চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ভাইস চ্যান্সেলর এ সময় বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য। জীবনের শেষ পর্যায়ে এসে তারা যাতে যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের।’

ডা. দীন মো. নূরুল হক আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান প্রশাসন আন্তরিকতার সাথে সহজেই ও অগ্রাধিকারের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।’

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, মুক্তিযোদ্ধা বিসিএস অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির আহ্বায়ক (সচিব) শাহ মো. মনসুরুল হক ও সদস্য সচিব (অতিরিক্ত সচিব) ড. মো. আশরাফুল ইসলাম, সদস্য (যুগ্ম-সচিব) মো. আলী আকবর, (যুগ্ম-সচিব) প্রশান্ত কুমার দাস, (যুগ্ম-সচিব) মো. আব্দুল লতিফ, (যুগ্ম-সচিব) জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ