| বঙ্গাব্দ
ad728

স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

রিপোর্টারের নামঃ DailyNy24
  • আপডেট টাইম : 14-05-2024 ইং
  • 35825 বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান
ছবির ক্যাপশন: স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা একাধিক অ্যাকাউন্ট সম্পর্কে আবারও সতর্কতা জানিয়েছে মন্ত্রণালয়। বলা হয়েছে, এসব অ্যাকাউন্ট থেকে আপত্তিকর বিজ্ঞপ্তিও প্রচারিত হচ্ছে, যা মন্ত্রীর জন্য বিব্রতকর।

আজ মঙ্গলবার (১৪ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও জালিয়াতি বন্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। কিছু কুচক্রী মহল ফেসবুকে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টায় লিপ্ত। বিষয়টি বিব্রতকর, মানহানিদায়ক ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ফেসবুকে মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ জনগণ প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব প্রতারণাপূর্ণ বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে সতর্ক থাকার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে, গত ১১ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। ১৪ জানুয়ারি তিনি প্রথম অফিস করেন। এরই মধ্যে তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। তিন দিনের মাথায় ১৭ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,‘লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন সম্মানী ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগের চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে, সামাজিক মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।’

ad728

নিউজটি প্রিন্ট করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily New York 24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় তানভীর আলম মুগ্ধ